বাংলাদেশি ও একজন কোরিয়ান এর কথোপকথন / আমাদের ও তাদের চিন্তা চেতনা

গতকাল অফিসে মালিকের মেয়ের জামাই এর সাথে কাজ করছিলাম আর কিছু বিষয় নিয়ে প্রশ্ন করলাম ।

আমি : আচ্ছা মানুষের চতুরতা বোঝার উপায় হিসেবে কোরিয়ানরা কোন বিষয় গুলো গভীর ভাবে দেখে ?

সে : হঠাৎ কেউ যদি তোমার খুব প্রশংসা করে বা আগলা পিরিত দেখায় তাহলে ৯৫% সে তার নিজের স্বার্থে তোমাকে ব্যবহার করতে চাচ্ছে !

আমি : কোরিয়ানরা সস্তা জিনিস কেমন চোখে দেখে ?

সে : আমরা কোন পন্য কিনতে যেয়ে দেখি পন্যটির বর্তমান বাজার মূল্য কত । ধরো একটি পন্যের দাম ১০০০ টাকা সেই পন্য কেউ তোমাকে ৫০০ টাকায় দিচ্ছে । তাহলে ১০০ জন কোরিয়ান এর মধ্যে ৯৫% লোক ওই জিনিসটা কিনবে না তার কারন ওই পন্যটিতে নিশ্চিত কোন না কোন সমস্যা আছে বা ভেজাল আছে ! ১০০০ টাকায় বিক্রিত পন্যটিই ক্রয় করবে ।

আমি : আচ্ছা তোমাদের মাঝে তেমন ফেসবুক গ্রুপিং দেখি না এর কারণ কি ?

সে : আসলে আমরা মার্কেটিং করি তবে গেদারিং করার প্রয়োজন বোধ করি না ।

আমি : তুমি তো এই কোম্পানির মেয়ের জামাই আজ আমার সেকশনে কাজ না থাকায় তোমার সাথে কাজ করছি এই কাজটি তুমি প্রতিদিনই করো এই একদিনে বুঝলাম তুমি আমার থেকে অনেক বেশি পরিশ্রম করো শারীরিক ভাবে । তোমার স্ত্রী কিভাবে দেখে এটি ? আর এই রৌদ্রের মধ্যে লোহা লক্কর উঠানামা করা খুবই কষ্টকর !

সে : আসলে আমার স্ত্রী এতে আরো বেশি হ্যাপি কারন আমার কর্মস্থল আছে কাজ করি । সে নিজেও একটা কফিশপে পার্টটাইম কাজ করে !

আমি : কি বলো ? এত টাকার মালিকের মেয়ে তার আবার পার্ট টাইম কাজ করার প্রয়োজন আছে কি ? তুমি নিজেও তো কাজ করো ?

সে : টাকা ওর বাবার আছে ওর তো নেই আর নিজের হাতখরচ সহ অন্যান্য আনুষঙ্গিক চাহিদা মেটাতে সে এই পার্টটাইম কাজ করে !

আমি : আচ্ছা বুঝলাম , এই যে দেখ তুমি মালিকের মেয়ের জামাই আমি একজন ভীনদেশী আমি কত আরামের কাজ করি । অফিসে ডিজাইন করি আবার নিজের সেকশনে দুটো মেশিন পরিচালনা করি ওই মেশিন গুলো নিজে একাই অপারেটিং করি । তুমি চাইলে তো এই কাজটি শিখে তুমি ও করতে পারো ? আবার তুমি তো আমার থেকে ও অনেক বেশি শিক্ষিত ( অনার্স পাস করেছো ) সাথে একজন এয়ারক্রাফ্টে ছিলে ।

সে : দেখ তুমি এই কোম্পানিতে অনেক আগে থেকেই কাজ করছো, এবং আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন ওই কাজের যোগ্য তুমি, এজন্য মালিক তোমার কাছে এই দায়িত্ব দিয়েছেন । পুঁথিগত শিক্ষা ও সার্টিফিকেটধারী দের চেয়ে আমাদের কাছে অভিজ্ঞতা ও যোগ্য ব্যক্তিদের বেশি প্রয়োজন ।


অতপর আমি ভাবি আর মেলাতে চেষ্টা করি আমাদের নিয়ম ?

আমরা মানুষকে বিচার করি তার বড় বড় স্টাটাস , টাকা পয়সা , বাড়ি-গাড়ি , পুঁথিগত উচ্চ শিক্ষা , সার্টিফিকেট , কে সুইপার , কে ড্রাইভার , কে গার্মেন্টসে কাজ করে কে কৃষক দিনমজুর , ব্যবসা , মালিক - শ্রমিক ,

আমাদের কি দৃষ্টি ভঙ্গি বদলানোর প্রয়োজন নেই ? এই কোরিয়াতে থেকে যে তার দৃষ্টি ভঙ্গি বদলাতে পারলো না, সে আর কোন দিন নিজেকে বদলাতে পারবে বলে আমার মনে হয় না ।

#দৃষ্টিভঙ্গী_বদলান‌_জীবন_বদলে_যাবে_이하산

Comments