বাৎসরিক ট্যাক্স কমানোর পদ্ধতি
কোরিয়াতে যারা আছেন আয় তুলনামুলক ভাবে অনেক বেশি করছেন এবং ব্যয় ও ঠিক সে ভাবে করছেন ,কিন্তু বছর শেষে সবার থেকে ট্যাক্স বেশি আসছে যেহেতু আয় বেশি ট্যাক্স সাধারনের চেয়ে বেশি আসবে এটা স্বাভাবিক ব্যাপার তবে আপনি চাইলে যতটুকু ব্যয় করে আয় করেছেন সেই পরিমানের ট্যাক্স দিতে পারেন আজ জানবো কিভাবে এটা করা যায় ?
বিশেষ করে যারা কোরিয়াতে পরিবার নিয়ে আছেন তাদের জন্যে এই পদ্ধতি গুলো বেশ উপকারে আসবে । তিনটি পদ্ধতি অবলম্বন করে এই সুবিধা নেয়া যায় , ধরুন আপনার ক্রেডিট কার্ড আছে তা দিয়ে বাজার করলেন তাহলে আপনার এই পদ্ধতি অবলম্বন না করলে ও হবে । আর যদি নগদ টাকা দিয়ে কেনাকাটা করেন তাহলে এটার কোন রেকর্ড না থাকার কারনে আপনি প্রমান করতে পারবেন না যে আপনি খরচ করেছেন যদি হালাল ফুডের দোকান থেকে বাজার করেন আর তার বিল যদি একাউন্ট ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করেন সেটাও আপনার খরচের তালিকাতে উঠাতে পারবেন না তাই যথাসম্ভব কেনাকাটার ক্ষেত্রে লেনদেনগুলো ক্রেডিট কার্ড অথবা 현금영수증 ( ক্যাশ রিসিপ্ট কার্ড ) ব্যবহার করা ।
১ * 휴대폰번호 현금영수증 ( মোবাইল নাম্বার এর মাধ্যমে )
নিজের নামে ব্যবহৃত মোবাইল নাম্বারকে ক্যাশ রিসিপ্ট কার্ড হিসেবে রেজিষ্ট্রেশন করা এবং নগদ ক্রয়ে সেই নাম্বার দোকানদার কে দিয়ে বলতে হবে 현금영수증으로 해주세요 , তারপর সে আপনাকে বলবে নাম্বার বলার জন্য তখন আপনার মোবাইল নাম্বারটি বললেই হয়ে যাবে ।
২ * 현금영수증 카드 발급 ( পয়েন্ট কার্ডের মতই ক্যাশ রিসিপ্ট কার্ড ব্যবহারের মাধ্যমে )
অনেকের মোবাইল নাম্বার মনে থাকেনা বা নাম্বার পরিবর্তন করলে ঝামেলা হবে মনে করেন তাদের জন্য জন্য এই পদ্ধতি অনেক সহজ মানিব্যাগে অন্য বাজার কার্ডের মতই নগদ ক্রয়ের পরে এই কার্ড দিলেই এখানে হিসাব জমা হয়ে যাবে ।
৩ * 현금영수증 자진발급 ( ক্যাশ রিসিপ্ট নিজ দায়িত্বে জমা করা )
এই পদ্ধতি উপরের ২ টা থেকে বেশ ভিন্ন এবং আমার কাছে বেশ পছন্দের , https://www.hometax.go.kr এই ওয়েব সাইটে যেয়ে আপনার অনলাইন ব্যাংকিং 공인인증서 এটার মাধ্যমে লগইন করে কম্পিউটারের মাধ্যমে মাই পেজে নগদ ক্রয়ের রিসিপ্ট গুলো 신청/제출অপশনে যেয়ে আপলোড করলেই হবে তাহলে আর ঝামেলা করে মানিব্যাগে কার্ড নিয়ে না ঘুরলে ও মোবাইল নাম্বার না বললেও হবে ।
প্রশ্ন হতে পারে এগুলোর আবেদন কোথা থেকে করতে হবে ? https://www.hometax.go.kr এই ওয়েব সাইট থেকে করতে হবে 소비자용 현금영수증 등록 অপশনে যেয়ে সব গুলো ফর্ম পূরণ করলেই হবে । এবং বছর শেষে যখন ট্যাক্স হিসাব হবে তখন অফিসে 연말정산 করে অফিসে বললে অফিসের স্টাফরা করে দেয় অথবা নিজেও আবেদন করা যায় ।
বিস্তারিত আরো জানতে চোখ রাখুন নিচের লিংকে বিস্তারিত জানতে হলে দেখুন আমার এই ভিডিওটিhttps://youtu.be/uSJGyHyab5w

Comments
Post a Comment