দক্ষিণ কোরিয়াতে নিজের আত্মীয় স্বজনের জন্য ইনভাইট করার পদ্ধতি ।


কোরিয়াতে E-7 ও F-2 ভিসাধারীদের স্ত্রী,সন্তান অথবা পরিবারের কাউকে ইনভাইট করে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি কি কি এবং প্রস্
কোরিয়াতে যে সমস্ত কাগজ প্রস্তুত করবেন--

1. ইনভাইটেশান লেটার (যিনি  আসবেন তাকে উদ্দেশ্য করে আপনি লিখবেন নিচে আপনার সাইন থাকতে হবে)
2. 사실증면서 ( আপনার কোরিয়ার আইডি কার্ড দিয়ে সংগ্রহ করবেন আর সংগ্রহ করতে হবে জুমিন সেন্টার,  সিটি হল , অথবা ইমিগ্রেশন হতে)
3. 재직증명서  ( যা কোম্পানি থেকে সংগ্রহ করবেন আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট )
4. 사업자등록증 ( কোম্পানির ট্রেড লাইসেন্সের ফটোকপি )
5. 연봉  ( যা কোম্পানি দিবে আপনার একবছরের বেতনের সীট)
6.집계약서  ( আপনি যে বাড়ীতে থাকেন তার চুক্তিপত্র যদি কোম্পানিতে থাকেন তাহলে কোম্পানি থেকে সংগ্রহ করবেন 기숙사확인서 )
7. 신원보증서  ( যিনি আসবেন তার জন্য আপনার গ্যারান্টি লেটার )
8. ব্যাংক স্টেটমেন্ট  ( ব্যালেন্স যতবেশি থাকবে তত ভালো তবে এক কোটি উনের উপরে রাখার চেষ্টা করবেন)
9. কোরিয়ার আইডি কার্ড ও পাসপোর্টের ফটোকপি ।
বিঃদ্রঃ  কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই শুধু ফটোকপি ।
   
     □ দেশ থেকে যিনি আসবেন তার প্রয়োজনীয় কাগজপত্র --

1. পাসপোর্ট 
2. আবেদন পত্র (যিনি আসবেন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য আবেদন করবেন)
3. কাবিন নামা ও মেরিজ সার্টিফিকেট  ( স্ত্রীর ক্ষেত্রে যা আইন ও পররাষ্ট্র মন্ত্রনালয় হইতে সত্যায়িত করতে হবে)
4. ফ্যামিলি রিলেয়েশান সার্টিফিকেট  ( যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা সিটিকরপোরেশান থেকে সত্যায়িত করতে হবে)
6. ভিসা ফির প্রয়োজনীয় টাকা 
5. জাতীয় পরিচয় পত্র,  জন্ম নিবন্ধন ও চেয়ারম্যান সার্টিফিকেট সঙ্গে রাখবেন প্রয়োজন পরলে দেখাবেন নতুবা দেখানোর প্রয়োজন নেই ।
যিনি আবেদন করবেন অবশ্যই উনাকে যেতে হবে এবং এম্বাসী থেকে একটি ফরম দিবে সেটি সঠিকভাবে পুরন করে সবগুলো কাগজ একসাথে জমা দিবেন মনে রাখবেন জমা নিলে সাধারণত এক সপ্তাহের মধ্যে ভিসা ইস্যু হয়।

Comments