আমার ছেলে বেলা !!!
আরো কতকাল আমাদের কে থাকতে হবে এই দূর পরবাসে সেটাও জানা নেই ! আমার দুটো বাচ্চা আছে বড় মেয়ে কোরিয়ান ভাষায় কথা বলে বয়স তিন বছর , ছেলেটা মায়ের কাছে দীর্ঘ সময় থাকার কারণে বাংলা ভাষা টাকটুক ভালোই পারে তবে বড় বোনের সাথে থাকার সুবাদে সেও ইদানিং কোরিয়ান ভাষায় কথা বলে । এমনটি শুধু আমাদের ক্ষেত্রেই নয় অসংখ্য আরো অনেক প্রবাসীর একই অবস্থা । আসলে ওরা ভবিষ্যতে কোন পরিচয়ে বড় হবে ? বাঙ্গালী না ভীনদেশী ? কাগজে কলমে এখনো বাঙালি কিন্তু যখন পরিবর্তন হয়ে যাবে কাগজে কলমে ও তখন ?
ভীনদেশে থেকে আমাদের ও কিন্তু দেশের জন্য মায়া হয় কষ্ট লাগে !! মাঝে মাঝেই ভাবি , আহা সেই চিরচেনা পল্লী মায়ের মেঠোপথ ধরে আঁকাবাঁকা রাস্তার পাশ ধরে আধাপাকা ধানের শীষের উপরে পরম মমতায় আলতো পরশে হাত বুলিয়ে হেঁটে চলি অজানার উদ্দেশ্যে ! আমরা যারা আশির দশকের শেষে অথবা নব্বই দশকের শুরুতে জন্মগ্রহণ করেছি তারা সত্যি ভাগ্যবান বটে ।
পাঁচ বছর শেষ হয়ে ছয় বছরের দিকে পা দিচ্ছে দেশের মাটিতে পা রাখি না , প্রায় পনের বছর আছি গ্রামের বাহিরে । শুনেছি এখন আর আমাদের গায়ে আগের মত আর কেউ আর দল বেঁধে গোল্লাছুট খেলে না বিকেল হলেই কেউ আর ক্রিকেট খেলতে আসে না বা নিয়ম করে আর কোন ফুটবল খেলার আয়োজন নেই ! সেই সময়ের আরো অনেক জনপ্রিয় খেলা গুলো আজ হারিয়ে গেছে । আমাদের ওই সময় টাতে চুরি , ডাকাতি , খুন ধর্ষণ এগুলো তেমন একটা শোনা যেতনা এখনতো মানুষ এগুলো শুনতে শুনতে অভ্যস্ত ।
বিকেল ঘনিয়ে যখন সন্ধ্যা হতো এর কিছুক্ষণ পরই এশার নামাজের পর পরই প্রায় পুরো গ্রামের লোকজন চলে যেত নিশ্চিত নিদ্রায় । আর এখন আছে কি সেই শান্তির ঘুম ? কেন এখন নেই ? আমাদের সময়ে কিন্তু স্কুলে কোন রাজনীতি তো দুরের কথা কাল্পনিক গল্প পড়েই কাটিয়ে দিয়েছি ছেলে বেলা ।
আর এখন ? প্রাইমারি লেভেল থেকেই চলছে অন্ধ রাজনীতির বিষাক্ত কালো ধোঁয়া যে ধোয়ায় ধীরে ধীরে নষ্ট হচ্ছে শিশু কিশোরদের কোমলমতী মন ! এ অবস্থায় কি পারি জেনেশুনে অন্ধকারে ঠেলে দিতে আদরের সন্তানকে ?
ধ্বংস হচ্ছে সমাজ সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ এভাবে চলতে থাকলে কি অবস্থা হবে এই দেশের ? এই যে করোনা ভাইরাস আমাদের কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কতটা অগোছালো এক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি ! এখনো স্বপ্ন দেখি হয়ত আবার কোন তরুনেরা তারুণ্যের জয়গান গেয়ে ভেঙে দেবে অসাধুদের সমস্ত কালো হাত ।
দেশটাতে যদি সন্ত্রাসী চাঁদাবাজি ,টেন্ডারবাজী দুর্নীতি দমন , ও আইনের সুশাসন প্রতিষ্ঠা না করা যায় তবে কোন আশায় আমরা যারা প্রবাসে স্হায়ী বসবাসের সুযোগ পাচ্ছি তারা দেশে ফিরে যাব ?

Comments
Post a Comment