ভালোবাসি মা তোমায় ( বাংলাদেশ )
শুধু দু-মুঠো ভাতের আশায় নয় মা (বাংলাদেশ) তোমাকে ছেড়ে বহু দূরে নিশ্চিন্তে পরে আছি এই দূর পরবাসে ! তবুও কোন আক্ষেপ নেই মনে, দিন শেষে ঘুমোতে পারি খুবই নিরাপদে পরের কোলে !
দেখই না তোমার উপরে এত বড় আকাশ আজ ভারি হয়ে যাচ্ছে কিছু মানুষ রুপি হায়েনার বিকৃত লালসার তরে !!!
পূর্ব গগনে আজ মেঘ জমে উঠেছে মেঘ, ভারি বর্ষণে প্লাবিত হচ্ছে , কিছু অসহায়ের আর্তনাদে !
তাই তো মা অভিমানে তোমার শান্ত ছেলে , আজ আশ্রয় খুঁজে চলছে অন্যের দ্বারে ।
ক্ষমা করে দিও মা এই প্রবাসী শান্ত ছেলেটা ভয় পায় ফিরতে তোমার চরনে !!

Comments
Post a Comment